প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
উত্তরঃ চিএশিল্পী কামরুল হাসান।
প্রশ্নঃ জাতীয় পতাকার নকশা প্রথম কে কোথায় তৈরি করেন?
উত্তরঃ শিব নারায়ণ দাস এবং ইউসুফ সালাউদ্দিকে নিয়ে সানাউল হক ইনু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলাহলের ৪০১ নং রুমে।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
উত্তরঃ ২ মার্চ, ১৯৭১সালে।
প্রশ্নঃ বাংলাদেশে জ্তীয় পতাকা দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২ রা মার্চ।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাএ সভায়।
প্রশ্নঃ কে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন?
উত্তরঃ ডাকসু ভি পি আ স ম আবদুল রব।
প্রশ্নঃ শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ২৩ মার্চ, ১৯৭১।
প্রশ্নঃ বাংলাদেশের বাইরে কোথায় সর্ব প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়?উত্তরঃ কলকাতা' পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে।
প্রশ্নঃ কলকাতা হাইকমিশনে কে কবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ ১৯৭১ সালের ১৮ই এপ্রিল কলকাতা পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের প্রধান জনাব এম, হোসেন আলী।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কি?
উত্তরঃ গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত।
প্রশ্নঃ প্রথম দিকে বাংলাদেশের পতাকার লাল বৃত্তের মধ্যে কিসের প্রতীক?
উত্তরঃ রসানালী রঙের বাংলাদেশের মানচিএ।
প্রশ্নঃ জাতীয় পতাকার রং এবং বৃত্তের তাৎপর্য কি?
উত্তরঃ লাল রঙের ভরাট বৃত্তটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনা স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক । উজ্জল ঘন সবুজ তারুণ্যের উদ্দীপনা ও বিস্তৃত গ্রাম বাংলার প্রতীক।
প্রশ্নঃ বাংলাদেশের পতাকার সাথে কোন দেশের পতাকার মিল রয়েছে ?
উত্তরঃ জাপন ও পালাউ।
প্রশ্নঃ আমার সোনার বাংলা প্রথম গাওয়ার সাথে জাতীয় পতাকা কবে ও কোথায় উত্তোলন করা হয়?
উত্তরঃ ৩রা, মার্চ ১৯৭১ , পল্টন ৯ঢাকা)।
প্রশ্নঃ মানচিএ খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন?
উত্তরঃ শিব নারায়ণ দাস।
প্রশ্নঃ বাংলাদেশের মানচিএ প্রথম কে আঁকেন?
উত্তরঃ মেজর জেমস রেনেল।
প্রশ্নঃ জাতীয় পতাকা সর্ব প্রথম কবে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়?
উত্তরঃ ২৩শে মার্চ ১৯৭১।
প্রশ্নঃ কোন কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
উত্তরঃ স্বাধীনতা ও জাতীয় দিবস , বিজয় দিবস, বিপ্লব ও সংহিত দিবস, গণপ্রজাতন্তী বাংলাদেশে সরকার
কর্তৃকঘোষিত অন্য যে কোন দিবসে।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ ও প্রস্তের অনুপাত কত?
উত্তরঃ ১০: ৬।
প্রশ্নঃ বাস ভবন ,নৌযান, গাড়ি ও বিমানে কে কে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন?
উত্তরঃ রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী।
প্রশ্নঃ বাংলাদেশের কতটি মর্যাদাসমপন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
উত্তরঃ ১৫টি।
প্রশ্নঃ কোন মর্যাদা সমপন্ন পদে অধিষ্ঠিত ব্যাক্তিদের বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
উত্তরঃ রাষ্ট্রপ্রতি, প্রধান মন্তী ,স্পিকার, প্রধান বিচারপ্রতি, মন্তী চিপহুইপ, ডেপটি স্পিকার, বিরোধী দলের নেতা, মন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, প্রতিমন্তী, প্রতিমন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, উপমন্তী, উপমন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, বিদেশে বাংলাদেশের কুটনীতিক এবং তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ।
প্রশ্নঃ বাংলাদেশে কতটি মর্যাদা সমপন্ন পদে অধিষ্ঠিত ব্যাক্তি গাড়ি ও জলযানে জাতীয় পতাকা ব্যবহার করতে পারে?উত্তঃ ১০টি।
প্রশ্নঃ কোন কোন মর্যাদা সমপন্ন পদে ব্যাক্তিগণ গাড়ি বা জলযানে পতাকা ব্যবহার করতে পারে?
উত্তরঃ রাষ্ট্রপ্রতি, প্রধানমন্তী , স্পিকার, প্রধান বিচারপ্রতি, মন্তী, বিরোধী দলীয় নেতা, চীপহুইপ, ডেপুটি স্পিকার, মন্তীর মর্যাদা সমপন্ন ব্যাক্তি, বিদেশে নিযুক্ত বাংলাদেশের কুটনীতিকগন।
Out Of Topic Show Konversi KodeHide Konversi Kode Show EmoticonHide Emoticon